প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)
অনুচ্ছেদ ৩: গর্ভধারণ ও কুমারীর থেকে পরিত্রাতার জন্ম
প্রেরিতদের বিশ্বাসসূত্রের তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে: "যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন।" এই শব্দগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় এক অদ্বিতীয় সত্য—যীশুর কুমারী জন্ম। যীশু পবিত্র আত্মার দ্বারা গর্ভে ধারণ হন এবং কুমারী মেরির গর্ভে জন্মগ্রহণ করেন। এইভাবে যীশু পৃথিবীতে আসেন।