প্রেরিতদের ধর্ম (Apostles' Creed)

 

দ্বিতীয় নিবন্ধ: প্রভু যীশু খ্রিস্ট, ঈশ্বরের একমাত্র

View All Lessons

"প্রিয় পাঠক, ধারিতক বিশ্বাসসূত্রের দ্বিতীয় নিবন্ধ খ্রিস্টান বিশ্বাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিবন্ধে আমরা পড়ি, ‘এবং তাঁর একজাত পুত্র, প্রভু যীশু খ্রিস্ট।’ এই স্বীকৃতির মাধ্যমে খ্রিস্টান বিশ্বাসী কেবলমাত্র যীশুকে ঈশ্বরের পুত্র হিসেবে স্বীকার করেন না, পাশাপাশি তিনি যে প্রভু, সেটিও স্বীকার করেন।"