প্রেরিতদের ধর্ম (Apostles' Creed)

 

প্রথম নিবন্ধ: ঈশ্বর পিতা এবং সৃষ্টিকর্ম

View All Lessons

"প্রিয় পাঠক, ধারিতক বিশ্বাসসূত্রের প্রথম নিবন্ধ ঘোষণা করে, ‘আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর স্রষ্টা, সর্বশক্তিমান পিতা।’ ধারিতক বিশ্বাসসূত্র শুরু হয় ‘আমি বিশ্বাস করি’ দিয়ে। এটি শুরু হয় না ‘আমি বুঝেছি, তাই আমি বিশ্বাস করি’ দিয়ে। প্রকৃত বিশ্বাসী বলে, ‘আমি বিশ্বাস করি, তাই আমি বুঝি।’"