প্রেরিতদের বিশ্বাসসূত্র (ক্রিড): (Apostles' Creed)

 

ভূমিকা

View All Lessons

আমি যখন প্রেরিতদের বিশ্বাসসূত্রের কথা বলতে চাই, তখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন, প্রেরিতদের বিশ্বাসসূত্র কী? আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন, বিশ্বাসসূত্র কী? বিশ্বাসসূত্রে হল ঈশ্বর এবং পরিত্রাণ সম্পর্কে একজন খ্রীষ্ট বিশ্বাসীর বিশ্বাসের একটি আনুষ্ঠানিক এবং ভিত্তিগত বিবৃতি। বিশ্বাসসূত্র হল বিশ্বাসের স্বীকারোক্তি এবং খ্রিস্টীয় শিক্ষাতত্ত্বের সারাংশ।