
"ইতিহাসের সমাপ্তি, তার সূচনার মতোই, খ্রীষ্টের মধ্যে ঈশ্বরের মহিমাকে প্রকাশ করে, যা শেষ দিনে পূর্ণতার মাধ্যমে আরও মহিমান্বিত হবে।"
"আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখলাম না; কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ও মেষশাবক স্বয়ং তার মন্দিরস্বরূপ। এবং সেই নগরে আলো দেওয়ার জন্য সূর্য বা চন্দ্রের প্রয়োজন নেই; কারণ ঈশ্বরের মহিমা তাকে আলোকিত করে, এবং মেষশাবকই তার প্রদীপস্বরূপ।"
(প্রকাশিত বাক্য ২১:২২-২৩)