
ঈশ্বর ইতিহাসে খ্রীষ্টের সম্পূর্ণ হওয়া মুক্তিকর্মকে সময়ের সব যুগে প্রত্যেক বিশ্বাসীর জীবনে প্রয়োগ করেন।
“কারণ তিনি যাহাদিগকে পূর্ব্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্ত্তির অনুরূপ
হইবার জন্য পূর্ব্বে নিরূপণও করিলেন; যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন। আর
তিনি যাহাদিগকে পূর্ব্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন; আর যাহাদিগকে
আহ্বান করিলেন, তাহাদিগকে ধার্ম্মিক গণিতও করিলেন; আর যাহাদিগকে ধার্ম্মিক গণিত
করিলেন, তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন”। (রোমীয় ৮:২৯-৩০)।