বাইবেল ভিত্তিক ঈশ্বরতত্ত্ব (Biblical Theology)

 

পঞ্চাশত্তমী

View All Lessons

"স্বর্গারোহণের পর খ্রীষ্ট তাঁর লোকদের উপর তাঁর আত্মাকে প্রেরণ করেন, এবং সেই আত্মা পুত্রকে মহিমান্বিত করেন, খ্রীষ্টের বিষয়গুলি তুলে ধরে তাঁর লোকদের কাছে প্রকাশ করেন।"
"কিন্তু যখন তিনি, সত্যের আত্মা, আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের মধ্যে পরিচালিত করবেন; কারণ তিনি নিজের পক্ষ থেকে কিছু বলবেন না, বরং যা শুনবেন, তাই বলবেন, এবং ভবিষ্যতের ঘটনাগুলো তোমাদের জানিয়ে দেবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ তিনি আমার কাছ থেকে গ্রহণ করবেন এবং তা তোমাদের জানাবেন। পিতার যা কিছু আছে, সবই আমার। এজন্য আমি বলেছি, তিনি আমার কাছ থেকে গ্রহণ করেন এবং তা তোমাদের জানাবেন।" (যোহন ১৬:১৩-১৫)